এই মুহূর্তে জেলা

আগামী দিনে মানুষের সঙ্গে থেকে রাজনীতি করবো – দেবাশিস মুখোপাধ্যায়।


চিরঞ্জিত ঘোষ , ১৯ ডিসেম্বর:- আগামী দিনে মানুষের সঙ্গে থেকে রাজনীতি করবো। আজ মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মঞ্চ থেকে বিজেপি তে যোগদানের পর সাংবাদিকদের কথাগুলো বললেন ডানকুনি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা দেবাশিস মুখোপাধ্যায়। তিনি জানান রাজনীতি করতে এসে যেভাবে দেখেছি একের পর এক দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে সে। ব্যাপারে বারেবারে প্রতিবাদ করেছি, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেসর শীর্ষ নেতৃত্ব। তিনি জানান আগামী দিনে মানুষই বিচার করবে কাকে এরাজ্যে ক্ষমতায় আনবে, সেটা কেবল সময়ের অপেক্ষা। ওনাকে প্রশ্ন করা হয় কিছু কিছু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বলছে আপনি দলের সঙ্গে বেইমানি করলেন।

দেবাশীষ বলেন আমি তাদের একটা কথাই যদি ক্ষমতালোভী হতাম যদি আমি পদলোভী হতাম তাহলে তৃণমূল কংগ্রেসের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বার থাকাকালীন ক্ষমতার শীর্ষে থাকা কালিন অবস্থায় আমি ডানকুনি পুরসভার থেকে পদত্যাগ করতাম না। আমি স্বেচ্ছায় ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হয়ে ভারতের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপিতে জয়েন করেছি। ভবিষ্যতে বলবে কারা গাদ্দারী করেছে তা আগামী দিনেই প্রমাণ হবে। আমি কাউকে জোর করব না যে তুমি আমার সঙ্গে এসো,আমার পরিবারের কোন সদস্যকেও বলব না ভারতীয় জনতা পার্টির তে এস, নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নযে উন্নয়ন যজ্ঞে চলছে কাজ সেই দেখেই মানুষ ভারতীয় জনতা পার্টিতে আসবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি কে ক্ষমতায় নিয়ে আসবে।