এই মুহূর্তে কলকাতা

তিন আইপিএস আধিকারিককে নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে জটিলতা অব্যাহত।

কলকাতা , ১৮ ডিসেম্বর:- জেপি নাড্ডার কনভয় হামলা কাণ্ডে তিন আইপিএস আধিকারিককে নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে জটিলতা অব্যাহত। এবার বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ওই তিন পুলিশ কর্তাকে কেন্দ্রের নির্দেশ মত ডেপুটেশনে পাঠাতে রাজ্যের আপত্তি অগ্রাহ্য করেই নিজের সিদ্ধান্ত অব্যাহত রেখেছে কেন্দ্র। রাজ্য সরকারকে পাল্টা চিঠি দিয়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা দে আইন অনুযায়ী তাদের হাতেই রয়েছে তা স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমত অবস্থায় ওই তিন আইপিএস আধিকারিক প্রবীণ ত্রিপাঠি, রাজীব মিশ্র এবং ভোলানাথ পান্ডেকে দ্রুত ছেড়ে দেওয়ার আবেদন জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

সূত্রের খবর, কেন্দ্রের নির্দেশ মতো গতকালই রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠী ও ভোলানাথ পাণ্ডের কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার আগের অবস্থানেই অনড়। কাজে যোগ দেওয়া তো দূর, নবান্নের ছাড়পত্র না মেলায় দিল্লি যেতে পারেননি ওই আধিকারিক। এমত অবস্থায় এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। অন্যদিকে রাজ্য সরকারের প্রস্তাব মেনে আজ বিকেলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক সঙ্গে বৈঠকে বসছেন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভল্লা। সেখানেও পুলিশ কর্তাদের বদলির বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। এর পরেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।