সুদীপ দাস , ১২ ডিসেম্বর:- রাস্তার পাশে নর্দমা তৈরীর কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো এলাকাবাসী সহ পঞ্চায়েতের বিজেপি সদস্য। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া স্টেশনের কাছে আনন্দ মঠ এলাকার। ওই এলাকায় ঢালাই রাস্তার পাশ দিয়ে তৈরী হচ্ছে পাকা নর্দমা। কোন কোন জায়গায় নিকাশী নালার অবস্থান রাস্তা অনেকটাই নেমে গেছে। স্থানীয়দের বক্তব্য এরফলে যখন-তখন পথচলতি মানুষদের দূর্ঘটনা ঘটতে পারে। শুক্রবার ওয়ার্ক অর্ডার দেখানোর দাবীতে স্থানীয়রা নর্দমা তৈরীর কাজ বন্ধ করে দেন। যদিও ঠিকাদার পরে সেই ওয়ার্ক অর্ডার দেখাতে বাধ্য হন। অভিযোগ পঞ্চায়েতের সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। কারন ওই নর্দমা তৈরীর প্রথম ধাপে ৫ইঞ্চি বালি ফেলার কথা ছিলো। কিন্তু তা দেওয়া হয়নি। পাশাপাশি ঢালাইও সিডিউল অনুযায়ী হয়নি। যার ফলে রাস্তার লেভেলে নর্দমা হয়নি। অভিযোগ পেয়ে আজ সেই কাজ পরিদর্শনে যান পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার।
স্থানীয়রা ইঞ্জিনিয়ারের কাছে অভিযোগ ব্যাক্ত করেন। এবিষয়ে কোদালিয়া-১ নম্বর পঞ্চায়েতের বিজেপি সদস্য অজয় মোহান্তি অভিযোগ করে বলেন একটি সরকারী কাজ করতে গেলে বেনিফিশারী কমিটির দরকার হয়। কিন্তু খোদ পঞ্চায়েতের প্রধানের এলাকায় কাজ হলেও তিনি সেই কমিটি তৈরী করার প্রয়োজন বোধ করেননি। তিনি এই কাজে বেনিয়মের অভিযোগ তুলে বলেন রাস্তার যে জায়গাগুলি থেকে নর্দমা নীচে সেখানে রাস্তার সমান না করা হলে আমরা এই কাজ বন্ধ করে দেবো। অন্যদিকে এদিন পঞ্চায়েত প্রধান শুক্লা চ্যাটার্জীকে পাওয়া না গেলেও এবিষয়ে উপ-প্রধান দেবাশীষ চক্রবর্তী বলেন যারা বাঁধা দিচ্ছে তাঁরা সকলে বিজেপির সমর্থক। বিজেপি এমন একটা দল যারা উন্নয়নের বিপক্ষে। নর্দমাটা ওদের চোখের সামনে হলো, নীচে বালি ফেলার কথা ওরা প্রথমে বললো না। এখন রাস্তাটা হয়ে যাওয়ার পর বলছে নীচে কেন বালি পরেনি!!