এই মুহূর্তে কলকাতা

সরকারের জনমুখী প্রকল্প ও রাজ্যবাসীর উন্নয়নকে তুলে ধরতে আজ আরামবাগে অভিষেক।

হুগলি ,১০ ডিসেম্বর:- একদিকে মোদী সরকারের কৃষক বিরোধী বিলে কৃষকদের সর্বনাশ। অন্যদিকে রাজ্যবাসী কে খাদ্যসাথী প্রকল্পের মধ্যে দিয়ে মুখে অন্ন তুলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জণদরদী সরকার। একদিকে মোদী সরকার চিকিৎসা ব্যবস্থা আম্বানী, আদানীদের হাতে বিক্রি করে দিচ্ছে। অপরদিকে দিদির সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে। সকলের জন্য বিনামূল্যে সাস্থ্য পরিষেবা। সরকার আজ মানুষের দুয়ারে। যা আমাদের সংবিধানের মূল মন্ত্র। তিন মিনিট দশ সেকেন্ডের এক ভিডিও ক্লিপে কেন্দ্র কে নিশানা করে ১০ডিসেম্বর আরামবাগের গড়বাড়ি মাঠে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কে হিট করতে জোড়দার প্রচার শুরু করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। ভিডিও ক্লিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জনমুখী প্রকল্প ও রাজ্যবাসীর উন্নয়ন কে যেমন তুলে ধরা হয়েছে। তেমনি বিজেপির মোদী সরকারের বিরুদ্ধে দেশ ও রাজ্যবাসীর অসন্তোষের ছবি তুলে ধরা হয়েছে। এ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুকরো টুকরো বক্তব্য দিয়ে শেষে আরামবাগে দলনেতার সভাকে সফল করার আহ্বান জানিয়েছেন জেলা সভাপতি দিলীপ যাদব।

ভিডিওতে প্রচার করা হয় আগামী বিধানসভা ভোটের লক্ষ্যে রাজযের প্রতিটি জেলায় সভা করবেন অভিষেক। হুগলি থেকেই তিনি এবারে রাজনৈতিক কর্মসূচির সূচনা করবেন। জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, অভিষেকের সভা কে ঘিরে দলের সমস্ত স্তরের নেতা কর্মীদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে। জেলার প্রতিটি ব্লক টাউনে সভার প্রস্তুতি চলছে। সভা সফল করার জন্য আমরা একটা ভিডিও ছবি তৈরি করেছি। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।অভিষেকের সভার প্রচারের জন্য একটি ছবি দলের নেতা কর্মীদের পাঠানো হয়েছে।সবাই কে ডিপি হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর গত লোকসভা নির্বাচনের পর থেকেই আরামবাগ মহকুমায় দলের গোষ্ঠী কোন্দলের কারণে বিরোধী শক্তি মাথাচারা দিয়েছে। রাজনৈতিক খুন সন্ত্রাস বাড়তে থাকায় আরামবাগের পরিস্থিতি নিয়ে খোদ নেত্রী বিভিন্ন সময়ে দলের কাছে উব্দেগ প্রকাশ করেছেন। দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমিত করে বিধানসভা ভোটে এক হয়ে লড়াই করার তাগিদেই আরামবাগ থেকেই রাজনঈতিক সভা শুরু করছেন অভিষেক বলে মনে করছেন তৃনমূলের একাংশ।তবে বিধানসভা ভোটে গোটা আরামবাগ মহকুমায় তৃনমূলের দুর্গ কতটা অটুট থাকবে তাই নিয়ে আগাম কেউ কোন মন্তব্য করতে চান নি।