প্রসেনজিৎ মাহাতো ,১০ ডিসেম্বর:- বাংলার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিএবি–কে টেক্কা দিল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। কোটি টাকার সিএবি যেটা পারেনি, সেটাই করে দেখাতে চলেছে আইএফএ। নিজস্ব বাস কেনার পরিকল্পনা আইএফএ–র। সেই বাসের গায়ে হবে আইএফএ–র ব্র্যান্ডিং। এত বছর কোনও বাস ছিল না আইএফএ–র। বয়সভিত্তিক বাংলার নানা দলের প্র্যাকটিসে যাতায়াতে ব্যবহার হবে। এছাড়াও, বাংলায় অনেক টুর্নামেন্টের দায়িত্ব পাচ্ছে আইএফএ। আইএফএ শিল্ডের কোয়ার্টার ফাইনালে কার্যত পৌঁছে গিয়েছে জর্জ টেলিগ্রাফ, রিয়েল কাশ্মীর, ইউনাইটেড স্পোর্টস, মহমেডান এবং কালীঘাট এম এস।
লড়াইয়ে রয়েছে বাকি তিন দল। বুধবার গ্রুপ এ–তে খিদিরপুর এসসি–কে ৪–০ হারালো কালীঘাট এম এস। রবীন্দ্রসরোবরে সেই ম্যাচে কালীঘাটের গোলদাতা রাহুল পাসোয়ান, সুপ্রিয় ঘোষ (ম্যাচের সেরা), তুহিন সিকদার, গৌরব মণ্ডল। গ্রুপ বি–তে এরিয়ানের বিরুদ্ধে ৩–০ ব্যবধানে জয়ী রিয়েল কাশ্মীর। গোলদাতা ম্যাসন রবার্টসন, দানিশ, লুকমান। ম্যাচের সেরা চেস্টারপল লিংডো। গ্রুপ–সি–তে স্ট্যানলি, গৌতম দাসের গোলে ইন্ডিয়ান অ্যারোজকে ২–০ হারালো রঞ্জন ভট্টাচার্যের দল জর্জ টেলিগ্রাফ। গ্রুপ–ডি–তে বিএসএসের বিরুদ্ধে ২–১ জয়ী ইউনাইটেড। গোলদাতা সৌরভ দাস, জগন্নাথ ওরাঁও। বিএসএসের আশিক আলি।