এই মুহূর্তে জেলা

রেলবস্তি উচ্ছেদ করতে এলে আরপিএফের হাত কেটে ফেলারও নিদান কল্যাণের।

বাঁকুড়া, ৬ ডিসেম্বর:- পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বিজেপি পার্টি অফিসের ঝাড়ুদার বলে কটাক্ষ করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় রেলের বস্তি থেকে উচ্ছেদের প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন রাজ্যপাল বিজেপি পার্টি অফিসে ঝাঁট দিতে যায়। একবার মুকুল ডাকল ছাঁট দিতে গেল, একবার দিলীপ ডাকল ঝাঁট দিতে গেল। আবার আবার মুকুল দিলীপরাও ঝাঁট দেয়। এবার যারা আমাদের দল থেকে নুতন যারা বিজেপিতে যাচ্ছে তারাও এবার অফিস, টফিস ঝাঁট দিতে যাবে। পাশাপাশি, রেলবস্তি উচ্ছেদ করতে এলে আরপিএফের হাত কেটে ফেলারও নিদান দেন তিনি। খড়গপুরের ডি,আর,এম এবং বাঁকুড়া ও পুরুলিয়ার বিজেপি দুই সাংসদকে চ্যালেঞ্জ করে বলেন দম আছে তো রেলবস্তি উচ্ছেদ করে দেখাক। আমরা সাথে আছি। আর মহিলারা ঝাঁটা, বঁটি নিয়ে আরপিএফকে তাড়াবে।