এই মুহূর্তে জেলা

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আরামবাগে বামেদের বিক্ষোভ।

আরামবাগ, ২৪ জুন:- বিধানসভা ভোটের ফলাফলের পর এই প্রথম আরামবাগ শহরে দেখা গেল বামপন্থী সংগঠন সিআইটিইউয়ের বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে হুগলির আরামবাগ গৌরহাটি মোর সংলগ্ন এলাকায় পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। এদিন গোহাটি মোড় সংলগ্ন এলাকায় শতাধিক বামপন্থী কর্মী সমর্থক হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। বাম নেতৃত্বের দাবি বর্তমানে যেভাবে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তা অবিলম্বে কমাতে হবে। পাশাপাশি বর্তমানে করোনা মহামারীর কারণে দেশের সকল শ্রেণীর মানুষকে বিনা পয়সায় ভ্যাকসিন দিতে হবে।

এছাড়াও বিভিন্ন দাবি দাবা নিয়ে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করে আরামবাগের সিআইটিইউয়ের কর্মী সমর্থক। এই বিক্ষোভ কর্মসূচি প্রায় আধঘন্টার উপর চলে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সিপিএম এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক পূর্ণেন্দু চ্যাটার্জী, সমীর চক্রবর্তী, গণেশ অধিকারী, সিপিএমের প্রাক্তন সাংসদ শক্তিমোহান মালিক, সুদ্বীপ্ত পোদ্মার, সুশান্ত চক্রবর্তীর সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।এই বিষয়ে সিআইটিইউ আরামবাগ সমন্বয় সমিতির সম্পাদক সুদীপ্ত পোদ্দার জানান, পেট্রোল ও ডিজেলের দাম অবিলম্বে কমানোর দাবীতে এই বিক্ষোভ কর্মসূচি হয়।পাশাপাশি ভ্যাকসিন নিয়ে রাজনৈতিক রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে বলে জানান তিনি। সবমিলিয়ে এদিন বামেদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বাম কর্মীদের উৎসাহ ছিলো বেশ চোখে পরার মতো।