এই মুহূর্তে জেলা

গোন্দলপাড়া জুট মিলের শ্রমিক মহল্লায় লকেট।

সুদীপ দাস , ৫ ডিসেম্বর:- আসন্ন বিধানসভা নির্বাচনে হুগলি সাংগঠনিক জেলার ৭টি আসনেই জিতবে বিজেপি। যার মধ্যে ধনিয়াখালি বিধানসভায় বিপুল ভোটে জিতবে। এদিন চন্দননগর গোন্দলপাড়া এলাকায় জনসংযোগ অভিযানে এসে একথাই বললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন তিনি গোন্দলপাড়া জুট মিলের শ্রমিক মহল্লায় যান। মহল্লায় বসে সকলের সাথে দুপুরের আহার সারেন। এরপর তিনি মহল্লাবাসীর সাথে সুবিধা-অসুবিধার কথা বলেন। তাঁদের হাতে “আর নয় অন্যায়”-এর লিফলেট তুলে দেন।

তিনি বলেন হুগলি সাংগঠনিক জেলার সবকটি আসনে জিতবে বিজেপি। আর ধনিখালিতে বিপুল ভোটে জিতবে। কারন ধনিয়াখালির বিধায়ক যেভাবে সন্ত্রাস করেছে তা মানুষ দেখেছে। অন্যদিকে সম্প্রতি গ্যাসের দাম বাড়া প্রসঙ্গে বলেন আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখেই আমাদের দেশে রান্নার গ্যাসের দাম বাড়ে-কমে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বেড়েছে বলেই এখানে বেড়েছে। আবার কমলে কমে যাবে। যখন কমে তখন তো তৃণমূল আন্দোলনে নামে না। কাটমানি নেওয়া, চাল চুরি করা তৃণমূলের এসব করে কিচ্ছু হবে না। মানুষ বুঝে গেছে।