এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বিজেপির।


হুগলি , ১ ডিসেম্বর:- ধর্ষনের অভিযোগে বাড়ি ভাঙচুর অভিযুক্তের। চাঞ্চল্য চুঁচুড়া কামারপাড়ার দত্তগলিতে। ওই গলিতে থাকা একসময়ের খুন হওয়া সমাজবিরোধী হাতকাটা মুন্নার ছেলে রিজু হেলা(২২) এলাকারই চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে একাধিকবার ধর্ষন করে বলে অভিযোগ। পাশেই আরও একটি শিশুকন্যার সাথেও রিজু একই কাজ করেছিলো বলে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ রয়েছে। ভয়ে ৪র্থ শ্রেনীর মেয়েটি কাউকে কিছু না বললেও সম্প্রতি মেয়েটি তাঁর মাকে ঘটনার কথা খুলে বলে। এরপরই গতকাল বিষয়টি জানাজানি হয়।

এদিন বিকেলে এবিষয়ে চুঁচুড়ার মহিলা থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে জানানো হয় রিজুর বিরুদ্ধে পূর্বে ধর্ষনের একটি অভিযোগ দায়ের রয়েছে। তাই নতুন করে এই অভিযোগ নেওয়া যাবে না বলে থানার বিরুদ্ধে অভিযোগ করে শিশুটির পরিবার সহ প্রতিবেশীরা। এরপরই রিজুর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। খবর জানাজানি হওয়ার পর থেকেই পলাতক রিজু। চুঁচুড়া মহিলা থানা অভিযোগ না নেওয়ায় ঘোড়ির মোরে অবরোধ করে বিজেপির যুব ও মহিলা মোর্চার জেলার নেতৃত্বেরা। পরে একটি মিছিল করে চুঁচুড়া মহিলা থানায় গিয়ে অভিযোগ জানায়।