এই মুহূর্তে জেলা

হুগলি ডকের টাওয়ার ক্রেনের মাথায় উঠে পড়ল পাগল , নামাতে হিমসিম কর্মীদের।

হাওড়া , ১ ডিসেম্বর:- ১৩০ ফুট উচ্চতার হুগলি ডকের টাওয়ার ক্রেনের উপরে উঠে পড়ল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। মঙ্গলবার দুপুর নাগাদ ওই ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ ধরে অনেক চেষ্টা করেও তাকে নামিয়ে আনা সম্ভব হচ্ছিল না। শেষমেশ গোলাবাড়ি থানা মারফত খবর পেয়ে ছুটে আসেন দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এরপর তাঁরা প্রায় ঘন্টা দু’য়েকের চেষ্টায় সন্ধ্যের সময় ওই ব্যক্তিকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। হুগলি ডকের কর্মী সজল কুমার রায় বলেন, দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত কয়েক ঘন্টার চেষ্টায় ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। ওই ব্যক্তি খুব সম্ভবত গঙ্গায় ভাঁটার সময় নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ডকের মধ্যে ঢুকে পড়েছিল। এরপর সে টাওয়ার ক্রেনের টপে উঠে যায়। আমরা নিচে থেকে দেখি ওই ব্যক্তি ক্রেনের বুম ধরে এমাথা থেকে ওমাথা ঘোরাঘুরি করছে। শত অনুরোধেও তিনি নিচে নামছিলেন না।

আমারা তখন ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা সিকিউরিটিদের ডাকি। এক নিরাপত্তা কর্মী খাবারের টোপ দিয়ে উপরে ওঠেন। কিন্তু ওই ব্যক্তি খাবার হাতে নিয়ে উপর থেকে ক্রেনের ফ্ল্যাপটাকে বন্ধ করে দেয়। ফলে নিচে থেকে উপরে ওঠা অসম্ভব হয়ে পড়ে আমাদের কাছে। শেষে সন্ধ্যে নাগাদ ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। এরকম ঘটনা হুগলি ডকে এই প্রথম। অন্যদিকে, ফায়ার স্টেশনের ডিভিশনাল ফায়ার অফিসার কমল কুমার নন্দী বলেন, আমরা যখন খবর পাই তারপর থেকে প্রায় ২ ঘন্টার চেষ্টায় ওই ব্যক্তিকে নিচে নামিয়ে আনা সম্ভব হয়। উনি কিছুতেই নিচে নামতে রাজি হচ্ছিলেন না। খাবারের টোপ দিয়েও বাগে আনা যাচ্ছিল না। বরং একটি লোহার রড তুলে আমাদের আক্রমণ করছিলেন। আমাদের এক কর্মী তাতে হাতে চোটও পান। শেষপর্যন্ত আমরা লোহার ফ্ল্যাপ ঢাকনা সরিয়ে উপরে উঠি। নিচে নামিয়ে আনার প্রয়োজনে ওই ব্যক্তিকে ধরে তাঁর হাত দুটি পিছমোড়া করে বেঁধে ফেলা হয়। এরপর তাঁকে ক্রেনের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনি। এদিকে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।