হুগলি , ৩০ নভেম্বর:- প্রয়াত হলেন রিষড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দিলীপ সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। বর্ষিয়ান দিলীপ বাবু বেশ কিছুদিন ধরে স্নায়ু রোগে ভুগছিলেন। হাসপাতলেও ভর্তি ছিলেন। সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি আসেন। সোমবার ভোরে রিষড়া সুভাষনগর বাস ভবনে তাঁর মৃত্যু হয়। সিপিআইএম হুগলি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর প্রাক্তন সদস্য ছিলেন দিলীপ সরকার। রিষড়া জোনাল কমিটির সম্পাদকও ছিলেন। রিষড়া পুরসভার রেকর্ড ছয় বার চেয়ারম্যান ছিলেন। তাঁর আমলেই রিষড়া মেলা চালু হয়। যা আজও চলছে। রিষড়া পুরসভার পুর প্রশাসক বিজয় সাগর মিশ্র, হুগলি জেলা সিপিআইএম সম্পাদক দেবব্রত ঘোষ, প্রাক্তন উচ্চ শিক্ষা মন্ত্রী সুদর্শন রায় চৌধুরী বর্ষিয়ান নেতাকে শেষ শ্রদ্ধা জানান। রিষড়া শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পথে রিষড়া পুরসভায় তাঁর মরদেহ রাখা হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান রিষড়ার নাগরিকরা। ১৯৪৭ সালের ১৯শে ডিসেম্বর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশে বড় হতেই দেশ ভাগ।
১৯৫৭ সালে ধুবুলিয়ার উদ্বাস্তু ক্যাম্পে পরিবারের সঙ্গে এসে ওঠেন। সেখান থেকে ১৯৫৮ সালে রিষড়ার সুভাসনগর কলোনিতে এসে মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমে অষ্টম শ্রেণীতে ভর্তি হন। পরবর্তীকালে নবগ্রাম হীরালাল পাল কলেজ থেকে স্নাতক হন। কংগ্রেসী শাসনের বিরুদ্ধে উদ্বাস্তু মানুষকে নিয়ে কমিউনিস্ট পার্টির আন্দোলনে আকৃষ্ট হন। পরে আস্তে আস্তে যুব আন্দোলনেও যুক্ত হন। ১৯৬৯ সালে সি,পি,আই এমের সদস্য হন। পরবর্তি সময়ে জেলার সভাপতির দায়িত্ব পালন করেন এবং রাজ্য কমিটির সদস্য হন। প্রশাসক হিসাবে পৌরসভার নানাবিধ উন্নয়নমূলক কাজের মধ্যে নিজের কর্ম দক্ষতার পরিচয় দেন। অসীম সাহসের সঙ্গে বাঁধা উপেক্ষা করে মৈত্র পথ , বহু পার্ক, শ্মশানে বৈদ্যুতিক চুল্লি চালু সহ বহু উন্নয়নে তার চিন্তার বাহক হিসাবে রিষড়ায় উজ্জ্বল হয়ে আছে। তার মৃত্যুতে শুধু পরিবার নয়, সমগ্র বাম ও গণতান্ত্রিক আন্দোলনে অপূরণীয় ক্ষতি হল।