হুগলি , ২৮ নভেম্বর:- বেইমানদের শিক্ষা দিতে হবে, যারা মমতার নাম করে ভোগ করেছে তাদের শিক্ষা দিতে হবে। শুভেন্দু অধিকারীর দল থেকে পদত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন “যারা বলবে দাদার অনুগামি তাদের এমন শিক্ষা দেবেন তারা যেন গ্রামে ঢুকতে না পারে। খানাকুল নন্দনপুরে তৃনমূলের জনসভায় এমনই হুশিয়ারি দিলেন সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষকে হুশিয়ারি দিয়ে বলেন “যদি দীলিপ ঘোষ এক বাপের বেটা হয় তাহলে কোন যায়গায় জেলার কোনখানে যেতে হবে বলুক।
সাথে তার সাংসদ লকেট কে নিয়ে আসুক। ২০২৪ এ গলার লকেট পায়ের নপুর হয়ে যাবে। এদিন তৃনমূলের জনসভায় তৃনমূলের গোষ্ঠী বিবাদের ছবিও দেখা গেলো। নতুন ব্লক কমিটি গঠনে এমনিতেই জেরবার নেতৃত্ব। এদিনের সভায় তৃনমূলের আর একটি অংশকে দেখা যায় নি। এদিনে তৃনমূলের হুগলী জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নজিবুল করিমের নেতৃত্বে মিটিং এ উপস্থিত ছিলেন হুগলী জেলা তৃনমূল সভাপতি দীলিপ যাদব, সাংসদ অপরুপা পোদ্দার, বেচারাম মান্না, করবি মান্না সহ তৃনমূল নেতৃত্ব।