এই মুহূর্তে জেলা

মন্ত্রিত্ব ছাড়ার পরের দিনেই দাদার অনুগামী পোস্টার কানাইপুরে , অস্বস্তিতে জেলা তৃণমূল।

হুগলি , ২৮ নভেম্বর:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে বিভিন্ন জায়গায় পরে গেল শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার। শনিবার সকালে কানাইপুরের কলোনি, নেগেলপাড়া, জলেরট্যাংক সহ বিভিন্ন জায়গায় দেখা গেল শুভেন্দুর ছবি দিয়ে বড় বড় ব্যানার। ব্যানারে লেখা মানুষের কাজ করতে পদ লাগেনা। গতকাল মন্ত্রিত্ব সহ সরকারি সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই কানাইপুরে বিভিন্ন জায়গায় দাদার অনুগামী পোস্টার পড়ায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

এবিষয়ে কানাইপুর গ্রামপঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব জানান শুভেন্দু অধিকারী অবশ্যই একজন জননেতা তার অনুগামী থাকাটা অস্বাভাবিক কিছু নয়। অপরদিকে শুভেন্দুকে নাম না করে কল্যাণ ব্যানার্জীর আক্রমণ প্রসঙ্গে কানাইপুর পঞ্চায়েত প্রধান বলেন শুভেন্দু অনেক বড়মাপের নেতা তাকে বা তার পরিবার নিয়ে কারোর আক্রমণ করা উচিৎ হয়নি।