এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের শাসক দল সিবিআই ইডিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে – শশী পাঁজা।

কলকাতা , ২৮ নভেম্বর:- তৃণমূল কংগ্রেস কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সিবিআই ইডির মত কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ পুনরায় তুলেছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি প্রসঙ্গে বলেন বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর চাপ সৃষ্টি করতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। শিবসেনা অকালি দলের মতো জোট শরিকরা যখন এনডিএ ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন বিজেপি সিবিআই, ই ডি , আয়কর দপ্তর এর সঙ্গে নতুন জোট তৈরি করেছে।

অন্যদিকে বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে আয় সংক্রান্ত তথ্য গোপনের ও তিনি অভিযোগ এনেছেন। প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং যে হলফনামা দিয়েছেন, সেখানে অসত্য এবং অসম্পূর্ণ তথ্য দিয়েছেন বলে শশী পাঁজা অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন করেন দুবাইয়ে নথিভুক্ত একটি সংস্থায় অর্জুন সিংহের ২ লক্ষ শেয়ার রয়েছে। ওই শেয়ারের বিবরণ তিনি গোপন করেছেন। যা ভোটারদের সঙ্গে বিশ্বাসভঙ্গের সামিল।