এই মুহূর্তে জেলা

ব্যান্ডেলে রেলওয়ে কলোনী উচ্ছেদের প্রতিবাদে ঝাঁটা হাতে মিছিল তৃণমূল কংগ্রেসের।

সুদীপ দাস , ২৫ নভেম্বর:- আজকে ঝাটা হাতে বেড়িয়েছি, দু’দিন পর মুঙ্গেরের লাঠি নিয়েব বেরবো। ব্যান্ডেলে রেলওয়ে কলোনী উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত তৃণমূল কংগ্রেসের ঝাঁটা হাতে মিছিল থেকে হুঙ্কার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ব্যান্ডেলের সাহেববাগান, সাহেবপাড়া, আমবাগান, ক্যান্টিনবাজার, পীরতলা প্রভৃতি রেলের এলাকায় স্বাধীনতার পর থেকেই বসবাস বহু বাসিন্দার। সম্প্রতি সেই অবৈধ বাস্তান তুলতে রেল নোটিশ ঝুলিয়েছে।

বিকল্প ব্যাবস্থা ছাড়া তাঁদেরকে হঠানো যাবে না প্রথম থেকে এই দাবীতে সরব হয়েছিলো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ইতিমধ্যে উচ্ছেদের প্রতিবাদে অসিত মজুমদার আয়োজিত সভায় ভাষন দিয়ে গেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ওই এলাকায় ঝাঁটা হাতে মিছিলের আয়োজন করে ব্যান্ডেল অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিন অসিত মজুমদার বলেন রেলের লোক এলে যাতে স্থানীয়রা ঝাঁটা মেরে তাড়াতে পারে তাই আজ এই ঝাঁটা মিছিল। আগামীদিনে এখানে মুঙ্গেরের লাঠি মিছিল হবে।