প্রসেনজিৎ মাহাতো , ২৪ নভেম্বর:- ইনভেস্টারের হাত ধরে এসসি ইস্টবেঙ্গলে আধুনিকতার ছোঁয়া। ইস্টবেঙ্গল অনুশীলনে চমক। ডার্বির আগে প্রস্তুতিতে কোনও ফাঁক নেই। গুরুত্বপূর্ণ ম্যাচ। লক্ষ্য তিন পয়েন্ট। তারজন্য যা যা করার দরকার, সবই করছেন ইস্টবেঙ্গল কোচ ফাউলার। লাল হলুদে নতুনত্বের ছোঁওয়া। পারফরম্যান্স অ্যানালিস্ট জোসেফ ওয়ামসলি গোয়ায় অনুশীলনে অত্যাধুনিক হাই-পড প্রযুক্তির সাহায্য নিচ্ছেন। অনুশীলনে পুঙ্খানুপুঙ্খ ফুটবলারদের গতিবিধি নজরে রাখার জন্য এই মেশিনে ইস্টবেঙ্গলে।