এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে ৯২ দশমিক ৭২ শতাংশে পৌঁছেছে।

কলকাতা , ২২ নভেম্বর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে ৯২ দশমিক ৭২ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় কিছুটা কমে নতুন করে তিন হাজার ৫৯১ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৫৬ হাজার ৩৬১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ২৩ হাজার ১২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭২৬ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই সময়ে আরও ৪৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১২ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৫ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৮ হাজার ২৫ জন। যার মধ্যে ২ হাজার ৫০৫ জন কলকাতা ও এক হাজার ৮২৮ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বর্তমানে ২৫ হাজার ২০৭ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫৫ লাখ ২২ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হলো।