এই মুহূর্তে জেলা

তৃণমূল , সিপিএম , কংগ্রেস সবাই একসাথে হয়েও কিছু করতে পারবে না – লকেট চ্যাটার্জী।


হুগলি , ২২ নভেম্বর:- তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই একসাথে হয়েও কিছু করতে পারবে না। ২০০-র বেশী আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। দাবী হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জীর। রবিবার বিকেলে হুগলির চন্দননগরে বেশকয়েকটি পুজো মন্ডপ ঘরে দেখেন তিনি। চন্দননগর সুভাষপল্লীর পুজো মন্ডপে গিয়ে মায়ের দর্শন করেন সাংসদ। এখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের বলেন পশ্চিমবঙ্গে বিজেপি একাই লড়ছে। বিরোধীরা সকলে একসাথে লড়লেও ২০০-র বেশী আসন নিয়ে পশ্চিমবঙ্গর ক্ষমতায় আসছে বিজেপি। পাশাপাশি এখানে দাঁড়িয়েই লকেট চ্যাটার্জী শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যান ব্যানার্জীকে কটাক্ষ করে বলেন ওনার মহিলাদের নিয়ে কথা ভালো লাগে, মহিলাদের গালাগাল করতে ভালো লাগে, যতবারই দেখি নাম ধরে ধরে এরকমভাবে কথা বলেন উনি সুস্থ হয়ে উঠুক এটাই বলবো। উনি তো গোলামি করে সাংসদ পদ পেয়েছেন, আগামীদিনে সেটুকুও চলে যাবে, যতউনি আমাকে গালাগালি দেবেন তত উনি মমতা ব্যানার্জীর কোলে থাকবেন, সেজন্যই উনি এরকম বলেন।