এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জ চালু হলো।

হাওড়া, ১ জুলাই:- যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য পূর্ব রেলের প্রচেষ্টার অংশ হিসাবে হাওড়া স্টেশনে (পুরানো কমপ্লেক্স) শুক্রবার বিকেলে এক ‘এক্সিকিউটিভ লাউঞ্জ’ চালু হলো। যাতে সমস্ত যাত্রীদের বিলাসবহুল বিশ্রাম এবং খাবারের সুবিধা উপভোগ করা যাবে। উপস্থিত ছিলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ জৈন। এই এক্সিকিউটিভ লাউঞ্জটি হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সের নিচেরতলায় ২৬৮বর্গ মিটারের উপর নির্মিত হয়েছে যার ফ্লোর এলাকা প্রায় ১৪৫ বর্গ মিটার। এটি অত্যাধুনিক সুবিধা প্রদান করবে। যেমন এসি ওয়েটিং হল খাবার ও পানীয়ের সুবিধা সহ, কনফারেন্স রুম, বেবি কেয়ার রুম, ফুড কোর্ট, ৫ শয্যাবিশিষ্ট ডরমেটরি, আধুনিক সুবিধা সহ চারটি ডিলাক্স রুম, ল্যাপটপ স্টেশন, জেন্টস এবং লেডিস আলাদা টয়লেট, স্নান ইত্যাদির সুবিধা ইত্যাদি।

এই এক্সিকিউটিভ লাউঞ্জের এন্ট্রি ফি হল ৫০ টাকা প্রতি ঘন্টা। এক্সিকিউটিভ লাউঞ্জে প্রদত্ত সুবিধাগুলি চার্জযোগ্য। এই এক্সিকিউটিভ লাউঞ্জটি লাইসেন্স ফি হিসাবে প্রতি বছর ৪২.৩০ লক্ষ টাকা রাজস্ব তৈরি করবে। ডিআরএম জানান, রেলের জায়গায় টেন্ডার ডেকে একটি বেসরকারি সংস্থাকে (গৃহম ফুডস এন্ড হোটেলস প্রাইভেট লিমিটেড) এই লাউঞ্জ তৈরি ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নয় বছরের জন্য। সংস্থার পক্ষ থেকে অন্যতম ডিরেক্টর তমাল চক্রবর্তী জানান, পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য দিতে যাত্রীরা এখানে প্রবেশ করতে পারবেন।বিশ্রাম নেওয়ার জন্য ডাবল বেড ও ডরমেটরি থাকছে।থাকছে বসার বিশেষ ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন খাবার পাওয়া যাবে লাউঞ্জে। দামও থাকবে নাগালের মধ্যেই।