এই মুহূর্তে খেলাধুলা

রয় কৃষ্ণার নাচ উৎসবের অজানা কাহিনী।


প্রসেনজিৎ মাহাতো , ২১ নভেম্বর:- রয় কৃষ্ণা–প্রবীর দাসের কেরালা ম্যাচের পর গোলের উৎসবে নাচটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু এই সেলিব্রেশন তৈরি কীভাবে? সেটাই এখন অগনিত সমর্থকদের মনের প্রশ্ন। এই সেলিব্রেশন চেনা। কিন্তু অচেনা রঙে। গত মরশুমেও করেছিলেন। আসল গল্পটা কী? হাউসফুল–৪ সিনেমার ‘বালা বালা’ গানে বলিউডের তারকা অক্ষয় কুমারের নাচটা দারুণ পছন্দ হয়েছিল রয় কৃষ্ণার। প্রবীর দাস ইউটিউবে নাচের ভিডিওটা দেখতেন। সেখানে থেকেই গোলের পর এই ‘বালা বালা’ সেলিব্রেশনের কাহিনি তৈরি হয়। অল্প সময়েই মধ্যেই গোলের উৎসবের স্টাইল সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। কৃষ্ণা বলেন,‘তিন পয়েন্ট আসায় দারুণ খুশি। প্রতিপক্ষ শক্ত দল ছিল।

কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে দল। তাই জয় এসেছে।’ টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়টা ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। কৃষ্ণা বলেন,‘ডার্বির জন্য মুখিয়ে রয়েছি। ওই ম্যাচেও কোচ যা বলবেন, সেইভাবে খেলতে হবে। গত মরশুমে ডার্বির দিনে হাসপাতালে যাওয়ার সময়ে রাস্তায় জ্যামে আটকে গিয়েছিলাম। এবারে গ্যালারিতে সমর্থকদের উন্মাদজনা মিস করব। করোনার জন্য আপনারা আসতে পারলেন না। কিন্তু মাঠের বাইরে থেকেও আমাদের পাশে থাকুন। সমর্থন করুন। আপনারাই আমাদের দ্বাদশ ব্যক্তি।’ তঁার সংযোজন,‘রবিবার থেকে ডার্বির প্রস্তুতি শুরু হবে।’ মোহনবাগানের আইএসএল অভিষেকে ঐতিহাসিক গোল স্ত্রী নাজিয়াকে উৎসর্গ করেন কৃষ্ণা। বলেন,‘কোয়ারেন্টিনে থাকার সময়ে পরিবার আমর পাশে থেকেছে। উৎসাহ জুগিয়েছে। ফোন করে মানসিক অবসাদ কাটাতে নানা পরামর্শ দিয়েছে। রাত দুটোর সময়ে উঠে ম্যাচ দেখেছে।’