এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে ছটপুজোয় রাজ্য সরকারের আবেদনে মানুষ সাড়া দিয়েছেন দাবি সমবায় মন্ত্রীর।

হাওড়া , ২০ নভেম্বর:- বর্তমানে করোনা অতিমারী পরিস্থিতিতে আদালতের আদেশ মেনে ছট পুজোয় রাজ্য সরকারের তরফ থেকে সকলের কাছে যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদনে সকলে সাড়া দিয়েছেন বলে দাবি করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার রামকৃষ্ণপুর লেন জয়হিন্দ বাজারে ছটপুজো উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে ওই দাবি করেন তিনি। অরূপ রায় বলেন, “ছটপুজো নিয়ে রাজ্য সরকারের আবেদনে মানুষ সাড়া দিয়েছেন। সকলে মান্যতা দিয়েছেন।

এদিন গঙ্গার ঘাটের রাস্তাঘাট রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষের সমাগম প্রায় নেই। অনেকে বাড়িতে পুজো করেছেন। জলাশয় তৈরি করে রীতি মেনেছেন। ছটপুজো উপলক্ষ্যে সবরকম ব্যবস্থা হাওড়া জেলা প্রশাসন, পুলিশ, পুরসভার তরফ থেকে নেওয়া হয়েছে।” মন্ত্রী বলেন, “প্রতি বছর ছটপুজোয় সামিল হই। এবারেও সামিল হয়েছি। ছটপুজোর প্রসার জনপ্রিয়তা বেড়েছে।” এদিন হাওড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ছটপুজোর অনুষ্ঠান হয় রামকৃষ্ণপুর লেনের জয়হিন্দ বাজারে। ওই অনুষ্ঠানে ভজন, ভক্তিগীতি ও সন্ধ্যারতির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় ছাড়াও উদ্যোক্তাদের তরফে মোহন বসু, অয়ন বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।