এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের কাছে পাঠানো আর্থিক প্যাকেজের দাবি পূরণ না হলে রাজ্যের বাস সংগঠনগুলি বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে।

কলকাতা , ১৮ নভেম্বর:- লকডাউন এবং আম্পানের দাপটে ক্ষতিগ্রস্ত পরিবহন শিল্পকে চাঙ্গা করতে কেন্দ্রের কাছে পাঠানো আর্থিক প্যাকেজের দাবি পূরণ না হলে রাজ্যের বাস সংগঠনগুলি বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে। পশ্চিমবঙ্গ বাস এন্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন বেসরকারি পরিবহনের সঙ্গে ৯০ শতাংশ পরিষেবা যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা যে আর্থিক প্যাকেজ চেয়ে চিঠি দিয়েছিলাম এখনো তার কোনো উত্তর আসেনি। সহায়তা না পেলে পাঁচটি পরিবহন সংগঠন একজোট হয়ে আগামী মাস থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যে বেসরকারি পরিবহনের সঙ্গে যুক্ত প্রায় সাড়ে চার লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবার বর্তমানে চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে বলে তিনি জানিয়েছেন।