এই মুহূর্তে কলকাতা

কর্মচারিদের কোভিডের পাশাপাশি আরও চার রোগে নিভৃতবাস বাধ্যতামূলক করল নবান্ন


কলকাতা , ১৮ নভেম্বর:- রাজ্য সরকারি কর্মচারিদের কোভিডের পাশাপাশি আরও চারটি সংক্রামক রোগের ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতা মূলক করা হয়েছে। নবান্নে অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, কোন কর্মচারী বা তার পরিবারের কোন সদস্য যদি সার্স, মার্স,এভিয়ান ইনফ্লুয়েঞ্জা,সিসিএইচএফ বা কঙ্গো হ্যামরজিক ফিভারের মত একটি রোগে সংক্রমিত হন তবে তাদের আবশ্যিকভাবে কোয়ারেন্টাইন এ থাকতে হবে। করোনা আক্রান্ত হলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু (WHO)। সে নিয়ম আগে থেকেই মানছিল নবান্ন। কোনও কর্মী সংক্রমিত হতে তাঁকে ১৪ দিন কোয়ারেন্টাইনে পাঠানো হত।

সংস্পর্শে আসা ব্যক্তিকে অন্তত তিনদিন আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পরীক্ষাও করা হত। এমনকী, কোনও কর্মচারীর পরিবারের সদস্য আক্রান্ত হলে সংশ্লিষ্ট কর্মীকে কোয়ারেন্টাইনের ছুটি দেওয়া হত। এবার আরও চারটি রোগের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর করল। নির্দেশিকায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনা মহামারীর মতো বিরাট আকার নিতে পারে সংক্রামক সার্স, মার্স, সিসিএইচএফ এবং নোভেল ইনফ্লুয়েঞ্জা (H5N1)। তাই এ ক্ষেত্রেও কোয়ােন্টাইন বাধ্যতামূলক করা হল। কোয়ারেন্টাইন পর্বকে এবার থেকে ছুটি হিসেবেই গণ্য করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, এই রোগগুলিতে সংক্রমিত হয়ে কাজ করার অর্থ, বাকি কর্মীদের ঝুঁকির মুখে ফেলা। সে কথা মাথায় রেখেই এই ছুটির ব্যবস্থা করা হল।