কলকাতা , ১৩ নভেম্বর:- দুদিন আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবী করেছিলেন, অত্যাবশ্যকীয় পন্যের ওপর থেকে রাজ্য সরকারের নিয়ন্ত্রণ তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ফলে বাজার এখন একেবারেই অগ্নিমূল্য হয়ে উঠেছে। বুধবার প্রধানমন্ত্রী কে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবী করেন। পাশাপাশি তিনি বলেন যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে রাজ্য সরকারের ক্ষমতা ফিরিয়ে দিন। ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পেয়ে অবশেষে রাজ্য সরকার সিদ্ধান্ত নিল, সুফল বাংলার স্টল থেকে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে।
রাজ্যে সুফল বাংলার স্টলের সংখ্যা বাড়ানো হল। মোট ৬৩০ টা স্টল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত তার পরিপ্রেক্ষিতে সকলকেই আজ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বারবার কেন্দ্রীয় সরকারের কাছে তদবির করেও কোনো সুরাহা মিলছে না। অগত্যা মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য দীপাবলির আগে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। সবটুকু না হলেও কিছুটা সুরাহা মিলবে বলে মনে করছেন সকলেই। তার কারণ, বাজারের ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে প্রতিমুহূর্তে।
আর এই অবস্থায় রাত পোহালেই কালীপুজো, দীপাবলি তারপর ভাইফোঁটা। করোনা পরিস্থিতির পর সাধারণ মানুষ যাতে অন্তত একটু খেয়ে পড়ে বাঁচতে পারে সেদিকেই নজর রেখে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর। ঘোষণার পরপরই সুফল বাংলার স্টলে মানুষ ভীড় করতে শুরু করেছে। তার কারণ বাজারে এখন ৪০-৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। ঠিক সেই জায়গায় মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ আবারও প্রমাণ করে দিল রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার কতটা। সাধারণ মানুষের সঙ্গে যেভাবে দিনের পর দিন বঞ্চনা করে চলেছে কেন্দ্রীয় সরকার তাতে সাধারণ মানুষকে এবার না খেয়ে মরতে হবে বলেও অনেকেই মনে করছেন। সেই জায়গায় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে রাজ্যবাসী কিছুটা হলেও হাফ ছেড়ে বাঁচবেন এমনটাই খবর নবান্ন সূত্রে।