স্পোর্টস ডেস্ক, ১০ নভেম্বর:- প্রস্তুতি ম্যাচ ছাড়াই আইএসএলে নামবে এটিকে-মোহনবাগান। এফসি গোয়াকে জানিয়ে দেওয়া হল মোহনবাগানের তরফে। আগামী ১৪ নভেম্বর গোয়ার বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে নামার কথা ছিল অ্যান্টনিও লোপেজ হাবাসের দলের। কিন্তু চোট-আঘাত এবং ম্যাচ দিনের বেলায় হওয়ায় তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ-মেরুন কোচ। আইএসএলের সবকটি ম্যাচই খেলা হবে রাতে। ফ্লাডলাইটে খেলবে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গল সকলে। কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলতে হবে দিনের আলোতে।
দলের অনুশীলনই বেশিরভাগ সময় ফ্লাডলাইটে করাচ্ছেন হাবাস। সেখানে দিনের আলোতে প্রস্তুতি ম্যাচ খেলতে তিনি নারাজ। সেইসঙ্গে চোট আঘাতের চিন্তাটাও রয়েছে তাঁর মাথায়। চোটের জন্য জবি জাস্টিন একপ্রকার মাঠের বাইরে। সালামরঞ্জনেরও হাল্কা চোট ছিল। যদিও মোহনবাগান অনুশীলনে ফিরেছেন তিনি। তাই আর হয়ত ঝুঁকি নিতে চাইছেন না আন্তোনিও লোপেজ হাবাস। প্রস্তুতি ম্যাচের ৬ দিনের মাথায় দল নিয়ে মাঠে নামতে হবে তাদের। তার আগে কোনও গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট চাননা সবুজ-মেরুন কোচ।