এই মুহূর্তে জেলা

দুঃসাহসিক চুরি ব্যান্ডেলে, নগদসহ কুড়ি লক্ষ টাকার জিনিস উধাও।


সুদীপ দাস, ৪ নভেম্বর:- দুঃসাহসিক চুরির ঘটনা ব্যান্ডেলে। মাত্র ২ঘন্টায় নগদ সহ প্রায় ২০লক্ষ টাকার জিনিস উধাও। ঘটনার চারদিন অতিবাহিত হলেও পুলিশ কারোর নাগাল পায়নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল কুলিপাড়া এলাকায়। ওই এলাকায় বিকাশ স্বর্ণকারের গোটা পরিবার ছট পুজোর দিন সকাল সাড়ে চারটেয় গঙ্গাঘাটে পুজো দিতে যায়। সকাল সাড়ে ছ’টা নাগাদ বাড়ি ফেরে দেখেন সদর দরজায় ভিতর থেকে তালা দেওয়া।

পাঁচিল টপকে পরিবারের লোকেরা ভিতরে ঢুকে দেখেন ঘরে ঢোকার মুখে কোলাপসিবল গেটের তালা ভাঙ্গা। ইন্টারলকের তালা ভাঙ্গা। দোতলা ওই বাড়ির একতলা এবং দোতলা ঘরের সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পরে রয়েছে। আলমারির ভিতর থেকে প্রায় ১৬লক্ষ টাকার গহনা সহ নগদ চার লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে কেউ বা কারা। ঘটনার দিনই ব্যান্ডেল ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়। ঐদিনই বাড়িতে হাজির হয় চন্দননগর কমিশনারেটের কর্তাব্যাক্তিরা। কিন্তু টানা চারদিন হয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।