এই মুহূর্তে খেলাধুলা

৫ উইকেটে দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন রোহিতের মুম্বই

স্পোর্টস ডেস্ক , ১১ নভেম্বর:- পঞ্চমবার আইপিএল ট্রফি জয় মুম্বইয়ের। পাঁচবারই রোহিত শর্মার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩ সালে অধিনায়ক হওয়ার পর ৮ বছর অধিনায়কত্ব করে মুম্বইকে পাঁচবার চ্যাম্পিয়ন করলেন হিটম্যান। বল হাতে শ্রেয়সের দলকে এদিন ১৫৬ রানে বেঁধে রেখে শুরু থেকেই ফাইনালে সুবিধেজনক জায়গায় পৌঁছে যায় মুম্বই। এরপর ব্যাটে অধিনায়কোচিত ইনিংস রোহিত শর্মার। আইপিএলের ২০০ তম ম্যাচ খেলতে নেমে এদিন ৫১ বলে ৬৮ রান হাঁকিয়ে জয়ের ভিত গড়ে দেন। এই রানে ভর করেই দিল্লির বিরুদ্ধে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে ১৩ তম আইপিএল ট্রফি জিতে নিল মুম্বই।

জয়ের জন্য ১৫৭ রান তাড়া করতে নেমে রোহিত-ডি’কক জুটি প্রথম উইকেট ৪৫ রান যোগ করে। কুন্টন ডি’কক ২০ রানে ফিরে গেলেও রোহিত মুম্বইয়ের জয়ের রাস্তা তৈরি করে দেন। সূর্যকুমার যাদব এদিন ১৯ রান করে রান আউট হলেও মিডল অর্ডারে ঈশান কিশান ১৯ বলে ৩৩ রান করে মুম্বইকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

এদিন দুবাইয়ে আইপিএল ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় দিল্লি। ট্রেন্ট বোল্টের পেস বোলিংয়ের দাপটে মেগা ফাইনালে মাত্র ২২ রানে ৩ উইকেট হারায় দিল্লি। তবে যোগ্য অধিনায়ক হিসেবে অপ্রাণ লড়াই করেন শ্রেয়স আইয়ার। তিনি করেন ৫০ বলে ৬৫ রান। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে কামব্যাক ইনিংস খেললেন ঋষভ পন্থ। ৩৮ বলে ৫৬ রান করেন পন্থ । নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলে দিল্লি ক্যাপিটালস।