কলকাতা , ২ নভেম্বর:-কলকাতা , ২ নভেম্বর:- করোনা আবহের মধ্যেই যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে আগামী মাস থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হচ্ছে।তবে কবে থেকে স্কুল খুলবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে রাজ্য সরকার। করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্লাস বন্ধ আছে। অনলাইন ক্লাস হলেও স্কুলে পঠনপাঠন শুরু হয়নি। ফলে কবে থেকে স্কুল-কলেজ খুলবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল।
বিশেষত একাধিক রাজ্যের ইতিমধ্যে বিধিনিষেধ-সহ খুলেছে স্কুল-কলেজ। সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে ন্যূনতম ঝুঁকি নিতে চাইছেে না রাজ্য। তাই করোনা ভাইরাস পরিস্থিতিতে স্কুল কবে থেকে খোলা হবে, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পার্থ বলেন, ‘শুধু স্কুল খুললেই তো হবে না। স্কুল চালু রাখতে হবে। পড়ুয়াদের ভাগ করে আনা যায় কিনা, তাও বিবেচনা করে দেখা হচ্ছে।’