এই মুহূর্তে জেলা

পুজোর আগে বড় সাফল্য পেলো বারুইপুর পুলিশ , ৫ লক্ষ টাকার হেরোইনসহ গ্রেফতার ৩ হিরোইন বিক্রেতা।


দক্ষিণ২৪পরগনা , ১৫ অক্টোবর:- বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেদবেরিয়া স্টেশন এলাকার একটি ঘর থেকে হাত বদল হওয়ার সময় 400 গ্রাম হিরোইন নগদ 5 লক্ষ 73 হাজার টাকা ক্যাশ ও এক মহিলাসহ 3 জন হেরোইন বিক্রেতাকে গ্রেপ্তার করে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বাসু ।বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করে জানান পুজোর আগে বড় সরো সাফল্য এস জি ও বারুইপুর থানার পুলিশের। দ্বিতীয় দিনের বিক্রেতাকে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে ধৃতদের বিরুদ্ধে এনডিপিস অ্যাক্ট এ মামলা রুজু করা হয়েছে তাদের নিজেদের হেফাজতে নেয়ার পর জানার চেষ্টা করা হবে এই হিরোইন তারা কোথা থেকে পেয়েছে এবং কোন কোন এলাকায় কাদের কাছে বিক্রি করতো। এদের সঙ্গে বড় কোন চক্রের যোগাযোগ আছে কিনা সমস্ত তিনি তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।