কলকাতা , ১৫ অক্টোবর:- পর্যটনে পেশাদারিত্ব আনতে রাজ্য সরকার এবার বন দফতরের ৩৪টি বাংলোকে বেসরকারি পেশাদার সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বন দফতরে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেসরকারি হাতে তুলে দিলেও স্থানীয় পর্যটন প্রসারের সঙ্গে সঙ্গে সঙ্গেই স্থানীয় কর্মসংস্থানের রাস্তা খোলার ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে। দপ্তর সূত্রে জানা গেছে্ রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য এবং বনাঞ্চলকে ঘিরে বেশ কিছু আকর্ষণীয় বাংলো রয়েছে। ওই সব বাংলো জনপ্রিয় হলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ওই সব বাংলোয় ক্রমশই পর্যটকের সংখ্যা কমছিল। তাতে আখেরে ক্ষতি হচ্ছিল পর্যটন শিল্পেরই।
সেকারণে এবার পর্যটন শিল্পের হাল ফেরাতেই পেশাদার সংস্থার ওপরে দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, দার্জিলিঙের মানেভঞ্জন ট্রেকারস হাট, সামশিঙের মৌচাকী ক্যাম্প, জলপাইগুড়ির নেওড়া ক্যাম্প, জলপাইগুড়ি-লাটাগুড়ির মূর্তি টেন্টস, বাঁকুড়ার ইকো ট্যুরিজম সেন্টার, পুরুলিয়ার মাঠা ট্রি হাউস-সহ ৩৪টি বন বাংলো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। ওইসব সংস্থা বাংলোকে ঘিরে পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা করতে পারবে। বন দফতরের এক কর্তার কথায়,”পর্যটন শিল্পকে আরও জনপ্রিয় করে তোলার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের বিষয়টির উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এতে স্থানীয় অর্থনীতি আরও চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে।”