হাওড়া , ৬ অক্টোবর:- এবার শিবপুর বোটানিক্যাল গার্ডেন খোলার আর্জি জানিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিলেন প্রাতঃভ্রমণকারীরা। সোমবার হাওড়ার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন প্রাতঃভ্রমণকারীদের সংগঠন বোটানিক্যাল গার্ডেন ডেইলি ওয়াকার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এর আগে তাঁরা বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের কাছেও এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছিলেন। এ ব্যাপারে ওয়াকার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রাকেশ মাল্লু জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে দেশজুড়ে লকডাউনের সময় থেকেই (২১ মার্চ) বি.গার্ডেন বন্ধ করে রাখা হয়েছে। এরপর থেকে এখনও খোলা হয়নি।
শুধুমাত্র প্রাতঃভ্রমণকারীদের জন্য যাতে গার্ডেন খুলে দেওয়া হয় তাঁর জন্য বি গার্ডেনের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা। বি.গার্ডেনের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবেন। কিন্তু কোনও উত্তর এখনো পাওয়া যায়নি। তাঁদের দাবি প্রাতঃভ্রমণকারীদের জন্য বাগান খুলে দেওয়া হোক। করোনা বিধি মেনেই প্রাতঃভ্রমণ করা হবে। এই বিষয় নিয়ে সোমবার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। বিষয়টি দেখার আশ্বাস দেওয়া হয়েছে গার্ডেন কর্তৃপক্ষের তরফ থেকে।