এই মুহূর্তে জেলা

বিটি রোড অবরোধকে কেন্দ্র করে তপ্ত টিটাগড়।

ব্যারাকপুর, ৫ অক্টোবর:- বিজেপির যুব নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় সোমবার বেলায় হঠাৎ রণক্ষেত্রের চেহারা নিল টিটাগড়। এদিন সকাল থেকেই টিটাগড় থানার সামনে দফায় দফায় বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা। এদিন বেলা তিনটে নাগাদ থানার সামনে পুলিশ অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে ক্ষিপ্ত জনতাকে রাস্তা থেকে সরিয়ে দেয়। ক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। এর পরেই পুলিশ টিয়ার গ্যাসের সেল ছুঁড়ে পরিস্তিতি সামাল দেবার চেষ্টা করে। অভিযোগ,থানার সামনে বিটি রোডের ধারে বিজেপির কার্যালয় পুলিশ ভাঙচুর করে দেয়। এদিকে অবরোধ জোর করে তুলে দেওয়ায় থানা চত্বরে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। পরিস্তিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কমিশনার মনোজ বার্মার নেতৃত্বে টিটাগড় জুড়ে পুলিশি টহল চলছে।

পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, টিটাগড়ে পরিস্তিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনার তদন্ত চলছে। এদিন সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ের পানপুর মোড়ে এবং বাসুদেবপুর মোড়ে অবরোধ করে বিজেপি কর্মীরা। বিজেপি নেতা অরুন ব্রহ্ম দলীয় কর্মীদের নিয়ে ধিক্কার মিছিল করেন। কল্যাণী এক্সপ্রেসওয়ের ইছাপুর কয়রাপুর খালের সামনে কল্যাণী হাইরোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। ওখানে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান হয়। বিটি রোডের ব্যারাকপুর চিড়িয়ামোড়-সহ বেশ কয়েকটি জায়গায় অবরোধ করে মনীশ অনুগামীরা। কাঁকিনাড়ার কাছারি মোড়ে ঘোষপাড়া রোডে বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। ঘোষপাড়া রোডের ইছাপুর স্টোর বাজার ও কণ্ঠাধার মোড় অবরোধ করা হয়। অবরোধকারীদের দাবি, ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।