এই মুহূর্তে খেলাধুলা

ইনডোর ট্রেনিং শুরু বাংলার ক্রিকেটারদের।

স্পোর্টস ডেস্ক , ৫ অক্টোবর:- সরকারের অনুমতি মিলতেই সোমবার থেকে শুরু হয়ে গেল বাংলার ক্রিকেটারদের প্রশিক্ষণ। তবে এখন শুধুমাত্র জিম ও ফিটনেস ট্রেনিংই করতে পারবেন ক্রিকেটাররা। যে সব ক্রিকেটারদের নিজস্ব গাড়ি আছে, কেবলমাত্র তাঁরাই ট্রেনিং এ অংশ নিতে পারবেন। এদিন ট্রেনার সঞ্জীব সাহার নেতৃত্বে সিনিয়র বাংলার দলের ১৫ জন ক্রিকেটার ও ১৪ জন মহিলা ক্রিকেটার প্রশিক্ষণে অংশ নেন। চারজন করে ছোট-ছোট দলে ক্রিকেটারদের ভাগ করে ইডেনে ট্রেনিং করানো হয়।

উল্লেখ্য এর আগে গত বুধবার সিএবিতে করোনা পরীক্ষা করা হয় সিনিয়র বাংলার ক্রিকেটারদের। মোট ৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ২১ জন সিনিয়র বাংলার ক্রিকেটার ও ১৬ জন মহিলা ক্রিকেটার ছিলেন। প্রথমে সিএবি-র মহিলা ক্রিকেটারদের পরীক্ষা করা হয়। এরপর পুরুষ ক্রিকেটারদের পরীক্ষা করা হয়। এরপর সিএবি এর আম্পায়ার, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সঙ্গে সঙ্গে এদিনই হাতে রিপোর্ট আসে।করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে মুকেশ কুমার ও শ্রেয়াণ চক্রবর্তীর।