এই মুহূর্তে জেলা

তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ উঠল হুগলিতে।

হুগলি, ৫ জুলাই:- চুঁচুড়া-মগরা ব্লক পঞ্চায়েত সমিতির ৬ নম্বর আসনের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন পত্রে তথ্য গোপনের অভিযোগ উঠল। এ বিষয়ে ব্লক নির্বাচনী আধিকারিক থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বাম-বিজেপি। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রার্থী শেখ জহিরুদ্দিন (উলু)। উলুর বিরুদ্ধে রেল পুলিশের করা একটি অপরাধমূলক মামলা এখনও চুঁচুড়া আদালতে চলছে বলে দাবি সিপিএম ও বিজেপির। অথচ মনোনয়ন দাখিলের সময় তিনি সেই তথ্য গোপন করেছেন বলে অভিযোগ বিরোধীদের। অভিযোগ ২০০৪ সালে রেলের সামগ্রী মেলে উলুর একটি গোডাউন ঘর থেকে।

সেই মামলাই চলছে চুঁচুড়া আদালতে। যদিও এই অভিযোগ মানেননি উলু। তিনি বলেন, “আমি জিতব তা বুঝতে পেরেই, বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে।” অন্যদিকে, ব্যান্ডেলে তৃণমূলের নির্বাচনী কমিটির চেয়ারম্যান দীনানাথ যাদবও জানান, বিরোধীরা হারার ভয়ে এইসব মিথ্যা অভিযোগ করছে। ব্যান্ডেলে সিপিএমের নির্বাচনী কমিটির সদস্য রতন সেন জানান, আদালতের পুরনো নথি সহ এবিষয়ে বিডিও এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান হয়েছে। অন্যদিকে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদারও বলেন, দলীয়ভাবে তারাও একই অভিযোগ জানিয়েছেন ব্লক অফিসে।