এই মুহূর্তে কলকাতা

ডাক বিভাগ রাজ্যজুড়ে সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা ,১ অক্টোবর:- রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলোতে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ডাক বিভাগ রাজ্যজুড়ে কমন সার্ভিস সেন্টার বা সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন, বিমান ও বাসের টিকিট বুকিং মোবাইল ,ব্রডব্যান্ড রিচার্জ ,বিদ্যুৎ, এলপিজি গ্যাসের বিল জমা দেওয়ার মতো দেড়শ রকমের পরিষেবা পাওয়া যাবে এই কমন সার্ভিস সেন্টার গুলিতে।কলকাতা সার্কেল এর পোস্টমাস্টার জেনারেল অমিতাভ সিংহ জানান, রাজ্যের বিভিন্ন বাছাই করা ডাকঘরে ইতিমধ্যেই কমন সার্ভিস সেন্টার তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। সারা রাজ্যে এরকম ৩০০ টি পোস্ট অফিস চিহ্নিত করা হয়েছে যেখানে ৩১ অক্টোবরের মধ্যে কমন সার্ভিস সেন্টার পরিষেবা শুরু করে দেবে।

কলকাতা, আসানসোল, দুর্গাপুর এর মত বেশ কয়েকটি শহুরে এলাকায় এই কমন সার্ভিস সেন্টার পরিচালনার জন্য ডাক বিভাগের কর্মীদের প্রশিক্ষণর কাজও ইতিমধ্যেই শেষ হয়েছে। পোস্টমাস্টার জেনারেল জানান পরীক্ষা মূলক ভাবে ১০ টি পোস্ট অফিসে তৈরি করা কমন সার্ভিস সেন্টার গুলি ভালোভাবে কাজ করছে। যেখানে লেনদেনের পর গ্রাহকদেরকে রশিদ দেওয়া হচ্ছে ডাক বিভাগ এর তরফ এ। তিনি জানান পশ্চিমবঙ্গ সার্কেল এর আওতায় ৭৮০০ টি পোস্ট অফিস রয়েছে। কমন সার্ভিস সেন্টার তৈরীর মাধ্যমেএখান থেকে গ্রাহকেরা অনেক কম খরচে ই গভর্নেন্স টেলিমেডিসিন সহ বিভিন্ন রকম পরিষেবা পাবেন।