এই মুহূর্তে কলকাতা

করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল।


কলকাতা ,১ অক্টোবর:- করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল। এখনও পর্যন্ত দুই লাখ ৬০ হাজার ৩২৪ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ২৮ হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৮৭ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৯৬ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় নতুন করে ৩ হাজার ২৭৫ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় মোট করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লক্ষ ৬০ হাজার ৩২৪ জন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই সময়ে আরও ৫৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৫ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১১ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে, রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ১৭ জন। যার মধ্যে এক হাজার ৭২১ জন কলকাতা ও এক হাজার ১২১ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বর্তমানে ২৬ হাজার ৫৫২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৮৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৩২ লাখ ৭১ হাজার ৩১৬ জনের নমুনা পরীক্ষা করা হলো।