এই মুহূর্তে জেলা

১৬ আগস্ট খেলা দিবসে হাওড়ায় প্রীতি ফুটবল ম্যাচে নেতৃত্ব দেবেন মন্ত্রী অরূপ।

হাওড়া, ১০ আগস্ট:- ১৬ আগস্ট রাজ্যে খেলা দিবসের দিন দুপুরে হাওড়ায় হতে চলা এক প্রীতি ফুটবল ম্যাচে নেতৃত্ব দেবেন মন্ত্রী অরূপ রায়। ওইদিন অরূপ রায় একাদশের হয়ে খেলতে দেখা যাবে অতীতের সব দিকপাল ফুটবলারদের। বলাই দে, রহিম নবি, মেহতাব হোসেন, জামশেদ নাসিরি, শেখ সিকন্দরদের ওইদিন মাঠে দেখা যেতে পারে। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে একথা জানান হাওড়া জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শ্যামল মিত্র। শ্যামলবাবু বলেন, সরকারি নিয়মানুযায়ী কোভিড বিধি মেনে ওইদিন খেলা হবে। স্টেডিয়ামে খুবই সীমিত সংখ্যক দর্শক সেদিন উপস্থিত থাকবেন। বিভিন্ন ফুটবল অ্যাকাডেমি, ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সেখানে আমন্ত্রণ জানানো হবে। মাস্ক, স্যানিটাইজার এবং থার্মাল স্ক্রিনিং মাঠে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। দুই একাদশের কোচ হিসেবে মাঠে দেখা যাবে জহর দাস এবং রঘু নন্দীকে। অরূপ রায় একাদশের নেতৃত্ব দেবেন অরূপ রায় নিজেই। অন্যদিকে, হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একাদশের নেতৃত্ব দেবেন অমর গাঙ্গুলি।

ম্যাচ পরিচালিনার দায়িত্বে থাকবেন ফিফা রেফারি সাগর সেন। ওইদিন মাঠে দেখা যেতে পারে রহিম নবি, মেহেতাব হোসেন, জামসেদ নাসিরিকে। অরূপ রায় একাদশের হয়ে গোলরক্ষকের দায়িত্ব সামলাবেন অতীতের দিকপাল ফুটবলার বলাই দে। ১৯৮০ সালের ১৬ আগস্ট এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে অনেকে প্রাণ হারান। বাংলার ফুটবলকে স্মরণ করার জন্য এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। সেই জন্য ওই দিনটিকে ‘খেলা হবে’ দিবস হিসেবে রাজ্য সরকার ঘোষণা করেছে। এই দিনটিতে হাওড়া অরূপ রায় একাদশ খেলবে জেলা ক্রীড়া সংস্থা একাদশের সঙ্গে। সেই খেলায় উপস্থিত থাকবেন অতীতের দিকপাল খেলোয়াড়রা। এই খেলায় যুক্ত করা হয়েছে প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার বলাই দে বদ্রু বন্দোপাধ্যায় সহ অনেককেই। হাওড়ায় এটি হাওড়ার সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। চেষ্টা করা হচ্ছে প্রাক্তন ফুটবলার যারা হাওড়া থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাতে।