এই মুহূর্তে খেলাধুলা

নিয়মভঙ্গের আইপিএল ! নিয়ম অমান্য করে বিতর্কে দুই দলের দুই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক , ১ অক্টোবর:- IPL-এ জৈব সুরক্ষা বলয় বা বায়ো–বাবল ভাঙার অভিযোগ উঠল চেন্নাই সুপার কিংস এর কেএম আসিফের বিরুদ্ধে। আর এই খবর সামনে আসতেই বিতর্ক দেখা দিয়েছে। কারণ এর আগেও চেন্নাই শিবিরের বিরুদ্ধে কোভিড সংক্রান্ত নিয়মবিধি ভাঙার অভিযোগ উঠেছিল। যদিও শেষপর্যন্ত আসরে নেমে সাফাই দেন দলের CEO কাশী বিশ্বনাথন। জানান, আসিফ কোনও নিয়মই নাকি ভাঙেননি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি জৈব সুরক্ষা বলয় ভেঙেছিলেন কেএম আসিফ। তাই তাঁকে ছ’‌দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আসিফ নাকি নিজের ঘরের চাবি হারিয়ে ফেলেছিলেন। আর তাই সাহায্যের জন্য রিসেপশনে গিয়েছিলেন। নিয়মানুযায়ী, সেখানে তাঁর যাওয়ার কথা ছিল না। আর এরপরই তাঁকে নিয়মভঙ্গের জন্য ছ’দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয় বলে খবর।

অন্যদিকে করোনা বিধি ভেঙে বিতর্কে রাজস্থানের তারকা রবীন উথাপ্পা। নাইটদের বিরুদ্ধে ম্যাচে উথাপ্পাকে দেখা গেল করোনা বিধি ভেঙে বলে লালারস মাখাতে। যেটা কিনা খোদ আইসিসি নিষিদ্ধ ঘোষণা করেছিল। ফাস্ট বোলাররা সাধারণত সুইংয়ের আশায় বল চকচকে করে থাকেন। কিন্তু করোনা আবহে এভাবে লালারস লাগানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির (ICC) ক্রিকেট কমিটি। সেই নিষেধাজ্ঞা জারি আছে আইপিএলেও। কিন্তু উথাপ্পা সেই নিষেধাজ্ঞা না মানায় বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও বিশেষজ্ঞদের ধারণা, উথাপ্পা পুরনো অভ্যাসবশত ওই কাজটি করে ফেলেছেন। এটা ইচ্ছাকৃত ভুল নয়।