এই মুহূর্তে খেলাধুলা

নভেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হবে আরও একটি আইপিএল ! জানালেন মহারাজ ।


স্পোর্টস ডেস্ক , ১ অক্টোবর:- আগামী নভেম্বরে দুবাইয়েই আয়োজিত হবে মহিলাদের আইপিএলের তৃতীয় সংস্করণটি। খেলতে দেখা যাবে ভারতীয় এবং বিদেশি মহিলা ক্রিকেটারদের। স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, টুর্নামেন্টেটি আগামী ৪ থেকে ৯ নভেম্বর আয়োজিত হবে দুবাইয়ে। এবারে অংশ নেবে তিনটি দল। সবমিলিয়ে মোট চারটি ম্যাচ খেলা হবে।তবে এর পাশাপাশি এটাও জানানো হয়েছে, আইপিএলের মতোই এই টুর্নামেন্টেও একই থাকবে করোনা সংক্রান্ত নিয়মবিধি।

অক্টোবরের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রত্যেককে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে যেতে হবে। এরপর নিজের নিজের হোটেল রুমে দেশি–বিদেশি প্রত্যেক ক্রিকেটারকেই ছ’‌দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর মধ্যে প্রথম, তৃতীয় এবং পঞ্চমদিনে টিম হোটেলেই খেলোয়াড়দের করোনা পরীক্ষা হবে। যাঁদের এই তিনটি পরীক্ষার ফল নেগেটিভ আসবে, তাঁরা ছ’‌দিন পর অনুশীলনে নামার অনুমতি পাবেন।এছাড়া জৈব সুরক্ষা বলয় থেকে অন্যান্য সমস্ত ব্যবস্থাও থাকবে। সৌরভও জানিয়ে দিয়েছিলেন, মহিলাদের আইপিএলও হচ্ছে। তবে এখন শুধু বোর্ডের সরকারি ঘোষণার অপেক্ষা। যা আগামী কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।