এই মুহূর্তে জেলা

এখনও দুটো হার্ডল বাকি, রঞ্জি নিয়ে আশাবাদী লক্ষ্মী।

হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- রঞ্জিতে এই নিয়ে বাংলা তিন বার রঞ্জি ট্রফির সেমিতে পৌঁছাল। এখনও দুটো হার্ডল বাকি। আমরা ভালো ফল করার চেষ্টা করব। বললেন লক্ষ্মী রতন শুক্লা। শনিবার সকালে অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য হাওড়ার হৃষিতা বসু’কে সংবর্ধনা দেওয়া হয় এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমি’র তরফ থেকে। সিনিয়র বেঙ্গল ক্রিকেট দলের প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা এদিন এলআরএস বাংলা স্পোর্টস একাডেমি গ্রাউন্ডে হৃষিতাকে সংবর্ধনা জানান। সেখানেই লক্ষ্মী রতন শুক্লা বলেন, বাংলা দল সেমিফাইনালে গেছে।

এখনো দুটো হার্ডল বাকি। আশা করি আমরা ভালো ফল করার চেষ্টা করব। পাশাপাশি তিনি বলেন, অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে আর এই দলে তিন বঙ্গ তনয়া রয়েছে এটা খুবই খুশির খবর। হৃষিতার কঠোর পরিশ্রম ওকে এই সাফল্য এনে দিয়েছে। আমি আশা করব হৃষিতা এখন সিনিয়র বেঙ্গল টিমের দিকে লক্ষ্য রেখে এখন থেকেই আরও পরিশ্রম করবে। ওর জন্য আমরা অনেক গর্ব অনুভব করি। ও আরও এগিয়ে যাক। বাংলায় মেয়েদের ক্রিকেটের এতো উন্নতির জন্য সিএবি’কেও ধন্যবাদ জানাই।