এই মুহূর্তে কলকাতা

অবসর নিলেন মুখ্যসচিব রাজীব সিনহা।

কলকাতা , ৩০ সেপ্টেম্বর:- অবসর নিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। এক বছর রাজ্যের মুখ্য সচিব হিসাবে দায়িত্ব পালনের পর বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরেই উত্তরসূরিকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নবান্ন থেকে বিদায় নিলেন তিনি্ ।তবে অবসর নিলেও রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছেনা রাজীবের। বৃহস্পতিবার থেকেই রাজ্যের শিল্পন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে যোগ দিচ্ছেন তিনি। তার আগে এদিন নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দিলেন রাজ্যে প্রশাসনের ব্যাটন। একই সঙ্গে এদিন দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন স্বরাষ্ট্র সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী এবং নতুন অর্থ সচিব মনোজ পন্থ। মুখ্য সচিব হিসাবে সম্ভবত রাজ্যের ইতিহাসে অন্যতম এক সঙ্কটময় পরিস্থিতি সামনে থেকে মোকাবিলা করতে হয়েছে রাজীব সিনহাকে। তবে করোনা ও আম্ফান এই জোড়া বিপর্যয়-কে তিনি যেভাবে সামাল দিয়েছেন তার প্রশংসা করেছে প্রশাসনিক মহল। রাজ্য সরকারের দেওয়া সম্বর্ধনা পত্রেও সেকথা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে নতুন পদে য়োগ দেওয়ার আগে শুভেচ্ছা ও অভিন্ন্দন জানিয়েছেন।