হুগলি, ২০ জুলাই:- ভবঘুরে মহিলাকে উদ্ধার করে বাড়ি ফেরালো চুঁচুড়া আরোগ্য।
চুঁচুড়া তালডাঙ্গা থেকে উদ্ধার হওয়া মহিলাকে বাড়ি ফেরানোর জন্য চুঁচুড়া থেকে বৃহস্পতিবার সকাল দশটায় ওই মহিলার নাম অনিমা অদক নিয়ে পশ্চিম মেদিনীপুর রাজাবাজর, তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল চুঁচুড়া আরোগ্যর সদস্যরা। ঘটনা প্রসঙ্গে জানা গেল গত মঙ্গলবার রাত সাড়ে বারোটায় চুঁচুড়া থানার পুলিশ ওই মহিলাকে চুঁচুড়া তালডাঙ্গা এলাকা থেকে উদ্ধার করে, এরপর ওই মহিলাকে চুঁচুড়া আরোগ্য হাতে তুলে দেয়। এর পরেই চুঁচুড়া আরোগ্য বিভিন্নভাবে ওই মহিলার পরিবারের খোঁজ শুরু করে, তবে ওই মহিলা শুধু জানিয়ে ছিল কোতুলিয়া থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।
এরপরই আরোগ্য তরফ থেকে কোতুলিয়া থানার সাথে যোগাযোগ করে, ওই মহিলার ছবিও পাঠানো হয়। কৌতুলিয়া থানার পুলিশ বেশ কিছুক্ষণ পরে আবার ফোন করে জানিয়ে দেয় কোতুলিয়া থানা এলাকায় বাড়ি তার। তারপরে পুলিশ ওই মহিলার স্বামী চন্দন আদক সাথে চুঁচুড়া আরোগ্যর যোগাযোগ করে দেয়। এর পরেই চুঁচুড়া আরোগ্য কে স্বামী চন্দন জানায় মহিলা তাদেরই স্ত্রী। স্বামী চন্দন জানায় তার পরিবারের অবস্থা খুব খারাপ কোনো রকম সংসার চলে। তার কাছে টাকা নেই যে তার স্ত্রী কে নিয়া আসার জন্য। অনিমার ছেলেও অসুস্থ তাই অনিমাকে দিয়ে যাওয়ার জন্য আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্তকে বলেন।ওনার কথা শোনার পরেই বৃহস্পতিবার সকালে চুঁচুড়া আরোগ্যের পক্ষ থেকে নিজেদের খরচায় ওই অনিমা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।