কোচবিহার , ২২ সেপ্টেম্বর:- ৮ দফা দাবি নিয়ে মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যেয়র মূখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিল অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন। সোমবার তুফানগঞ্জ ১ নং ব্লকে মহকুমা শাসককের হাতে ওই ৮ দফা দাবির কাগজ পত্র তুলে দেন। এদিন এই ডেপুটেশন কর্মসুচিতে উপস্থিত ছিলেন কেপিপি ইউনাইটেডের কর্মকর্তা কংশরাজ বর্মন সহ আরও অনেকে। কেপিপি ইউনাইটেডের কর্মকর্তা কংশরাজ বর্মন জানান, রাজ্যেের মুখ্যমন্ত্রী কামতাপুরি ভাষাকে মান্যজতা দিয়েছে,
তাই ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পযর্ন্ত কামতাপুরি ভাষায় পঠনপাঠন চালু করতে হবে এবং চাকরির ক্ষেত্রে ৮০ শতাংশ তাদের ছেলেমেয়েদের জন্য সংরক্ষণ করতে হবে। এছাড়াও কোচবিহার মেডিক্যাল কলেজের আগের নাম প্রজাবৎসল মহারাজা জীতেন্দ্র নারায়ণ চিকিৎসালয় করতে হবে। সংগঠনের আরেক কর্মকর্তা বলেন, তাদের কোন কিছু দাবি বাম সরকারের আমলে পূর্ণ হয়নি। কিন্তু বর্তমান রাজ্যেদর মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় তাদের দাবি পূর্ণ করার জন্য ধন্যবাদ জানান। আর সেই কারনে আরও বেশ কয়েকটা দাবি নিয়ে আজ আমরা তুফানগঞ্জ ১ নং ব্লকে মহকুমা শাসককের হাতে ওই ৮ দফা দাবির কাগজ পত্র তুলে দেন।