এই মুহূর্তে খেলাধুলা

চেন্নাইয়ে স্বস্তি , করোনা মুক্ত দীপক চহার ।

স্পোর্টস ডেস্ক , ১০ সেপ্টেম্বর:- করোনা মুক্ত হলেন চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চহার । তাঁর দ্বিতীয় করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে । ইতিমধ্যেই টিম হোটেলে ফিরেছেন তিনি । সব ঠিক থাকলে দলের অনুশীলনে খুব তাড়াতাড়ি যোগ দেবেন দীপক । এই বিষয়ে CSK CEO কে এস বিশ্বনাথন বলেছেন, “পরপর দু’টো টেস্ট নেগেটিভ আসার পর দীপক চহার টিমে ফিরেছেন । এবার BCCI – এর প্রোটোকল অনুযায়ী, দীপককে কার্ডিওভাসকুলার টেস্ট করাতে হবে । যেটাতে বোঝা যাবে উনি সুস্থ হয়ে উঠছেন কি না । এরপর আরও একবার করোনা পরীক্ষা হবে । রিপোর্ট নেগেটিভ এলে তবেই অনুশীলনে যোগ দিতে পারবেন । উল্লেখ্য দীপক চহার ও ঋতুরাজ গায়কোয়াড় সহ চেন্নাই সুপার কিংসের 12 জন সদস্য করোনায় আক্রান্ত হন। তবে দীপক চাহার সুস্থ হলেও এখনও করোনা মুক্ত নন ঋতুরাজ ।