এই মুহূর্তে খেলাধুলা

বাতিল হয়ে গেল ২০১৯-২০ মরসুমের এএফসি কাপ।

স্পোর্টস ডেস্ক , ১০ সেপ্টেম্বর:- স্থগিত হয়ে যাওয়া ২০১৯-২০ এএফসি কাপ শেষমেষ বাতিলের পথেই হাঁটল এশিয়ান ফুটবলের গভর্নিং বডি। করোনার জেরে গত মার্চে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্ট বাতিলের কথা এক বিবৃতির মাধ্যমে বৃহস্পতিবার ঘোষণা করল এশিয়ান ফুটবল কনফেডারেশন। মহাদেশের সেকেন্ড টিয়ার ফুটবল লিগ বাতিল প্রসঙ্গে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘এএফসি কাপের পাঁচটি জোনের বিভিন্ন লজিস্টিক এবং কো-অর্ডিনেটিং’য়ের দিকগুলো খতিয়ে দেখে এক্সিকিউটিভ কমিটি করোনা বিঘ্নিত ২০২০ এএফসি কাপ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’ তবে এএফসি কাপ বাতিল হলেও ১৪ সেপ্টেম্বর কাতারে শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। কোনও একটি নির্দিষ্ট ভেন্যুকে কেন্দ্র করে এএফসি কাপকেও এভাবে আয়োজনের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হল না।

উল্লেখ্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ইস্ট জোনের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। তবে হোম-অ্যাওয়ের পরিবর্তে একটি লেগেই অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। একইসঙ্গে করোনা আবহে এএফসি ফুটসল চ্যাম্পিয়নশিপ একমাস পিছিয়ে গিয়েছে। অর্থাৎ, এএফসি ফুটসল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। তবে সংযুক্ত আরব আমিরশাহীতে এএফসি সলিডারিটি কাপ এবং এএফসি ফুটসল ক্লাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টও বাতিল করা হয়েছে। এএফসি প্রেসিডেন্ট শেখ সলমন বিন ইব্রাহিম আল খালিফে জানিয়েছেন, ‘ফুটবলের সঙ্গে প্রত্যেকের সংযুক্ত রেখে পথ চলার জন্য কঠিন সময় এটা। তবুও আমরা এএফসি এবং তার মেম্বার অ্যাসোসিয়েশনের আর্থিক স্বচ্ছন্দের দিকটি খেয়াল রাখার চেষ্টা করছি। গোটা বিশ্বে এশিয়ান ফুটবল কনফেডারেশন তার ঐক্য এবং সংহতির কারণে সমাদৃত। তাই আমি নিশ্চিত ঐক্য এবং সংহতি দিয়েই আমরা এই কঠিন চ্যালেঞ্জটা জিতব।’