এই মুহূর্তে জেলা

বিজেপির মশাল মিছিল হুগলি ও হাওড়ায়।

সোজাসাপটা ডেস্ক , ৯ আগস্ট:- ভোট পরবর্তী হিংসা ও ভ্যাকসিন দূর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত মশাল মিছিল আটকালো পুলিশ। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে হুগলি মোড়ের কাছে। এদিন হুগলি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশ থেকে জিটি রোড ধরে ব্যান্ডেল লিচুবাগান পর্যন্ত এই মশাল মিছিল আয়োজন করা হয়। মিছিল আটকাতে আগে থেকেই বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিলো। মিছিল শুরু হয়ে একটু এগোতেই পথ আটকায় পুলিশ। এরপর পুলিশের বাঁধা টপকে ঝিলপাড় পর্যন্ত মিছিল এগোতেই পুলিশ রুখে দাঁড়ায়। পুলিশের বাঁধার কাছে সেখানেই মিছিল সমাপ্ত করতে হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন বিজেপির দুই রাজ্য নেতা দীপাঞ্জন গুহ ও ফাল্গুনী পাত্র,

জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা। অন্যদিকে একই দাবিতে মশাল মিছিল হলো হাওড়ায়। সোমবার সন্ধ্যায় ওই মিছিলে অংশ নেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা ও রাজ্যজুড়ে ভ্যাকসিন নিয়ে দুর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে এদিন ওই মশাল মিছিল হয়। সায়ন্তন বসুর নেতৃত্বে এদিন মিছিল হয়। বিজেপির হাওড়া সদর কার্যালয় থেকে হাওড়া ময়দান পর্যন্ত মশাল মিছিলে অংশ নেন দলের কর্মী সমর্থকেরা। সায়ন্তন বসু জানান, যেভাবে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, ভুয়ো অফিসার সেজে প্রতারণা চলছে, জাল ভ্যাকসিন দেওয়া হচ্ছে তা নিন্দনীয়।