এই মুহূর্তে জেলা

গ্রাহকদের পরিষেবার কথা মাথায় রেখেই এটিএমের উদ্বোধন নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাংকের।

হুগলি , ১৫ আগস্ট:- স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে হুগলির নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ক্রেডিট ব্যাংক প্রাইভেট লিমিটেড তাদের ব্যাঙ্কিং পরিষেবায় এটিএম কে যুক্ত করল। এ রাজ্যে যে কটি কো-অপারেটিভ ব্যাংক রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কোন্নগর নবগ্রাম এর এই ব্যাংকটি আজ সকালে স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে এটিএম পরিষেবা শুরুর মাধ্যম দিয়ে আরো বেশি করে গ্রাহকদের সুবিধা করে দিল। নবগ্রাম পিপল কো-অপারেটিভ ক্রেডিট ব্যাংক প্রাইভেট লিমিটেড এ ব্যাপারে বলতে গিয়ে ব্যাংকের সেক্রেটারি মানস কুমার রায় জানালেন আমাদের এই ব্যাংকটি এরাজ্যে যে ক’টি কো-অপারেটিভ ব্যাংক আছে তাদের মধ্যে অন্যতম।

গ্রাহকদের পরিসেবার ক্ষেত্রে যাতে সুবিধা দেওয়া যায় আমরা সব সময় সেই ব্যাপারটা মাথায় রাখি। তারই ফলস্বরূপ আজকে আমাদের এই এটিএম পরিষেবা উদ্বোধন করা হলো। এই ধরনের কো-অপারেটিভ ব্যাংকের এটিএম পরিষেবা হাতেগোনা কয়েকটি ব্যাংকের রয়েছে। আজকে আমাদের ব্যাংকের মুকুটে নুতন একটি পালক সংযোজিত হল। আমরা এর সুযোগ গ্রাহকদের দিতে পেরে গর্ভ অনুভব করছি। আমাদের আগামীদিনের পরিকল্পনা যাতে আমাদের এই ব্যাংকটি আরো বেশি করে গ্রাহক পরিষেবা কাজে নিজেদের নিয়োজিত করতে পারে সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব। আজকের অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকরা ছাড়াও এলাকার বিশিষ্ট সুধীজনেরা উপস্থিত ছিলেন।