ঝাড়গ্রাম , ৭ সেপ্টেম্বর:- দেশজুড়ে লকডাউন শুরু হতেই রাজ্যের বনাঞ্চল লাগোয়া বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীর দেখা পাওয়া যাচ্ছিল। এদিনের লকডাউনেও তেমনটি দেখা গেল ঝাড়গ্রাম জেলায়। রাজ্য সড়কে উঠে এল একটি পূর্ণবয়স্ক ময়ূর। সোমবার ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে বিনপুর থানার নামোসোল গ্রাম সংলগ্ন একটি কালভাটের কাছে একটি পূর্ণ বয়স্ক ময়ূরকে ঘুরে বেড়াতে দেখা যায়। জায়গাটি ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের ধারে। বেলপাহাড়ি থানার পাহাড় ঘেঁষা গ্রামগুলিতে ময়ূর দেখা যায়। এখানে ময়ূরঝরনা গ্রাম তো বটেই, কাঁকড়াঝোড়, আমলাশোল, তামজুড়ি, চাকাডোবা, চুরিমারা প্রভৃতি গ্রামে হামেশাই ময়ূর দেখতে পাওয়া যায়। তবে বিনপুরে সেভাবে দেখা যায় না।এদিনও লোকজন মোবাইল ফোন হাতে ময়ূরের ছবি তুলতে শুরু করে দেন।