এই মুহূর্তে জেলা

পুলিশ বিজেপি কর্মীদের উপর গুলি ছুঁড়লে বিজেপির কর্মীরা ফুল ছুড়বে না: সায়ন্তন বসু।

শিলিগুড়ি , ২৫ আগস্ট:- শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আজকে শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠক আছে । এবং আগামীকাল করণদিঘি থানা ঘেরাও আছে সেইটা জোরদার হবে । আজকেও রায়গঞ্জের জেলা ম্যাজিষ্ট্রেট অফিস ঘেরাও ছিল । সেখানে আমাদের মহিলা মোর্চার সভানেত্রী রাজ্যের অগ্নিমিত্রা পাল ছিলেন। এবং আমার কাছে সূচনা এল যে প্রায় ১০ থেকে ১২ হাজার কর্মী ছিলেন । মহিলারা অনেক বেশি ছিলেন । চোপড়াতে যে ঘটনা ঘটেছে হেমতাবাদে যে ঘটনা ঘটেছে তাতে খুনিদের গ্রেফতার না করে আমাদের জেলার নেতাদের গ্রেফতার করা হয়েছে । এবং আমরা দেখতে চাই এই রাজ্য সরকার আর কত জনকে গ্রেফতার করতে পারে। যদি এইভাবে রাজ্য সরকার গ্রেফতার লিলা চালিয়ে যায় বিজেপি যদি গ্রেপ্তার লিলা শুরু করবে নামে তাহলে উত্তরকন্যায় আর নবান্নে কেউ বসতে পারবে এইটা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। সময় থাকতে থাকতে শুধরে যান।

এবং তিনি আরও বলেন যে তৃণমূল কংগ্রেস অশান্তি করছে। বিশ্বভারতীকে অশান্তি কে করেছে বিজেপি করেছে ? বীরভূমে যে ঘটনা সংবাদ মাধ্যমে এসে সেইটা কি বিজেপি করেছে ? যারা তৃণমূলে ভোট দেয় তারা করেছে । এবং আমরা প্রতিশোধ নিতে চাইনা যদি নিতে চাইনা তাহলে তৃণমূলের একটা নেতাও বাঁচবে না। জেলের বাইরে একটাও থাকবে না। এবং পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করবো। পুলিশ যদি গুলি মারে তাহলে আমরাতো আর ফুল ছুরবো না । যেমন আচরণ করবে তেমন আচরণ আমরা করবো। তৃনমুল বেশ কিছু লোককে টাকা দিয়ে রেখে দিয়েছে যারা প্রতিনিয়ত একই লোক বারবার তৃণমূলে যোগদান করছে। এর ফলে একদিন তৃণমূলে যোগদান এর সংখ্যাটা এমন পর্যায়ে পৌঁছে যাবে যেখানে যোগ করতে করতে দেখা যাবে উত্তরবঙ্গের জনসংখ্যার থেকেও বেশি তৃণমূলে যোগদান হয়েছে।