হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার চ্যাটার্জিপাড়ায় ভারতমাতা গলিতে একটি গ্যারেজের তালা ভেঙে টোটো চুরির ঘটনা ঘটলো। শনিবার ভোররাতে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। ব্যাঁটরা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। জানা গেছে, গ্যারেজের তালা ভেঙে ভিতর থেকে দুটি নতুন টোটো গাড়ি চুরি হয়।
গ্যারেজে প্রায় কুড়িটির মতো টোটো ছিল। ৫ মাস আগে সদ্য কেনা দুটি টোটো গাড়ি চুরি হয়। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ভিতরে ২ যুবককে টোটো চুরি করতে দেখা যায়। এবং বাইরে আরো দু’তিনজন দাঁড়িয়েছিল বলে গ্যারেজ মালিক জানিয়েছেন। সিসিটিভিতে তাদের ছবি ধরা পড়েছে। ব্যাঁটরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।